পৃষ্ঠাসমূহ

পরমাণু গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পরমাণু গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

নির্বাচন (পরমাণু গল্প)

“তোমরা যুদ্ধের জন্য তবে প্রস্তুত?” জানতে চাইলেন প্রধান।
সমস্বরে উত্তর আসে, “হ্যাঁ, জনাব। আমরা প্রস্তুত”।
প্রধানঃ ‘কি কি অস্ত্র আছে তোমাদের কাছে’।
প্রথম সৈন্যঃ ‘আমার তৈরী এই বোমায় সকল শত্রু নিমেষে ধ্বংস হবে’।  
দ্বিতীয় সৈন্যঃ ‘আমার এই বন্দুকের গুলিতে মানুষ তো দুরস্থ, কোনো প্রাণীও বেঁচে ফিরবে না’।
তৃতীয় সৈন্যঃ ‘আমার কাছে আছে এই বই। এ দিয়ে আমি শত্রুদের বোঝাব আমরা শত্রু নই’।
প্রধানঃ ‘তৃতীয় ব্যক্তি, রণভূমিতে নামো’।

                                                                              ............... – ঐশিকা বসু।